ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২
নির্বাচনে লড়তে উপদেষ্টা পদ ছাড়ছেন মাহফুজ–আসিফ
মো: আবু তাহের নয়ন:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়াচ্ছেন দুজন উপদেষ্টা—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা আগামী সপ্তাহেই পদত্যাগ করতে যাচ্ছেন। দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানা গেছে।
সরকার ও রাজনৈতিক মহলের তথ্য অনুযায়ী, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ মৌখিকভাবে তাদের পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন।
আসিফ মাহমুদ সাংবাদিকদের জানান, তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং নীতিগত কারণে পদত্যাগ করেই প্রার্থী হবেন। কোন দল থেকে নির্বাচন করবেন তা এখনও স্পষ্ট নয়।
সম্প্রতি কুমিল্লা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে তিনি ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন, যা তার সম্ভাব্য প্রার্থীতা নিয়ে জল্পনা বাড়িয়েছে। বিএনপি এখনো এই আসনে প্রার্থী দেয়নি।
আসিফ মাহমুদ এর আগে ৯ নভেম্বর ঘোষণা দেন যে তিনি ঢাকাতেই নির্বাচন করবেন এবং তারও আগে ১৪ আগস্ট বলেন যে তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন।
অন্যদিকে ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান যে দীর্ঘদিন ধরেই তিনি পদত্যাগের অপেক্ষায় আছেন, তবে সঠিক সময়টি এখনও জানেন না।
এদিকে নির্বাচন কমিশন আগামী বছরের ৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সম্ভাবনার দিকে ঝুঁকছে। ১০ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা এবং ৫ ডিসেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করার কথা রয়েছে। কমিশনের আলোচনায় ৫, ৮ ও ১২ ফেব্রুয়ারি নিয়ে পর্যালোচনা করা হলেও সপ্তাহান্তের ছুটির সুবিধার কারণে ৮ ফেব্রুয়ারিই বেশি যুক্তিযুক্ত মনে করা হচ্ছে।
এ সময় জাতীয় নাগরিক পার্টি—এনসিপির সম্ভাব্য তৃতীয় জোট গঠন প্রক্রিয়া বড় ধাক্কা খেয়েছে। নির্বাহী কাউন্সিলের বৈঠকে অনেক সদস্য নতুন জোটে যাওয়ার বিরোধিতা করেন, বিশেষ করে যদি সেই জোটে এনসিপি থেকে বেরিয়ে গঠিত আপ বাংলাদেশ থাকে। জানা গেছে, যারা জোটের বিরুদ্ধে মত দিয়েছেন, তাদের অধিকাংশই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অনুসারী।
সাম্প্রতিক সময়ে দলের ভেতরে জোট নিয়ে বিভক্তি তীব্র হয়েছে এবং খবর ছড়িয়েছে যে দুই উপদেষ্টাই বিএনপির জোটে যোগ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি ও গণ অধিকার পরিষদকে নিয়ে সম্ভাব্য তৃতীয় জোটের আলোচনা চলছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও তার অনুসারীরা নতুন জোটে যাওয়ার পক্ষে থাকলেও দলের আরেক অংশ বিএনপির সঙ্গে জোট গঠনে বেশি আগ্রহী। নির্বাচনের আগে এই মতপার্থক্য দলটিকে আরও নতুন সংকটে ফেলেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নতুন তথ্য বিএমডির