ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীতে পরিকল্পনাহীন ভবন নির্মাণে লাগাম টানতে কঠোর সিদ্ধান্ত

২০২৫ নভেম্বর ২৭ ২০:২০:৪৪

রাজধানীতে পরিকল্পনাহীন ভবন নির্মাণে লাগাম টানতে কঠোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ভবন নির্মাণ ও নগর পরিকল্পনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের অনুমোদন কোনোভাবেই দেওয়া যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। এ নির্দেশনার মাধ্যমে পরিকল্পনাবহির্ভূত কাঠামো নির্মাণ রোধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিল সরকার।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় রাজউক অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দেয়া হয়।পরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যথেচ্ছভাবে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবন বাংলাদেশ বিল্ডিং কোড অনুযায়ী নির্মিত হচ্ছে কি না তা নজরদারির জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করার সম্ভাবনা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সভা শেষে জানানো হয়, বিল্ডিং কোড বাস্তবায়নের ক্ষেত্রে নজরদারি আরও শক্তিশালী করা না গেলে নগর নিরাপত্তা ও পরিকল্পনা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাই সরকার ভবিষ্যতে অনুমোদন ও তদারকির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত দিয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত