ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

‘দেশ গড়ার পরিকল্পনা’ নিয়ে মাঠে নামছে বিএনপি

২০২৫ নভেম্বর ২৭ ২০:২১:৩৫

‘দেশ গড়ার পরিকল্পনা’ নিয়ে মাঠে নামছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ৬ দিনব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত (১২ ডিসেম্বর বিরতি)। এছাড়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, শুক্রবার বাদ জুমা সারা দেশের মসজিদে এবং নয়াপল্টন কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দোয়া মাহফিলে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি সফল করতে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক এবং হাবিব উন নবী খান সোহেলকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। কর্মসূচির সব আয়োজনেই প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কর্মসূচির সময়সূচি:

৭ ডিসেম্বর: কর্মসূচির উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮ ডিসেম্বর: ছাত্রদলের কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

৯ ডিসেম্বর: স্বেচ্ছাসেবক ও ওলামা দলের যৌথ কর্মসূচির উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

১০ ডিসেম্বর: যুবদল ও কৃষক দলের যৌথ কর্মসূচির উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

১১ ডিসেম্বর: বিএনপির দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল।

১৩ ডিসেম্বর: সমাপনী কর্মসূচির উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দেশনেত্রীর সুস্থতা কামনায় নেতাকর্মীদের অংশগ্রহণ দলের ঐক্য সুদৃঢ় করবে এবং নতুন এই কর্মসূচি জাতীয় রাজনীতিতে গতি সঞ্চার করবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত