ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

এপেক্স ফুটওয়্যারের ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ নভেম্বর ২৬ ১৮:০৩:০৮

এপেক্স ফুটওয়্যারের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড তাদের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন করেছে।

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় শেয়ারহোল্ডারদের জন্য মোট ৫০ শতাংশ ডিভিডেন্ড সর্বসম্মতিতে অনুমোদিত হয়েছে।

আজ বুধবার (২৬ নভেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সভায় অনুমোদিত ডিভিডেন্ডের মধ্যে রয়েছে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। এই ডিভিডেন্ড ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রযোজ্য।

উল্লেখ্য, কোম্পানীর চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক গোলাম মইন উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও অন্যান্য পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সভায় কোম্পানীর অন্যান্য গুরুত্বপূর্ণ এজেন্ডাও শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদিত হয়।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত