ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
জাবিতে অটোমেশনের রোডম্যাপ ঘোষণা
.jpg)
ডুয়া নিউজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও শিক্ষকদের সমস্যার সমাধানে শিক্ষা এবং প্রশাসনিক সার্ভিসগুলো স্বয়ংক্রিয়করণের লক্ষ্যে একটি অটোমেশন রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এই রোডম্যাপটি অটোমেশন সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভাপতিত্বে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান পরিচালনায় গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এক সভায় উন্মোচিত হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের মাধ্যমে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।
সভায় চারটি শ্রেষ্ঠ প্রফেশনাল সফটওয়ার কোম্পানির প্রস্তাব ও পরামর্শের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোমেশন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য রোডম্যাপটি ঘোষণা করা হয়।
রোডম্যাপে উল্লেখ করা হয়, শিক্ষা ও প্রশাসনিক সার্ভিসসমূহ স্বয়ংক্রিয়করণের জন্য সাতজন বিশেষজ্ঞ শিক্ষক, একজন কর্মকর্তা এবং একজন কর্মচারীর সমন্বয়ে একটি অটোমেশন উইং প্রতিষ্ঠা করা হবে। এক সপ্তাহের মধ্যে এই উইং খোলা, এক মাসের মধ্যে বাজেটসহ Business Requirement Documents (BRD) এবং Examination Office Management Software (EOMS) এর Development Project Proposal (DPP) তৈরি করা হবে। এক মাস ১৫ দিনের মধ্যে BRD ও EOMS-এর জন্য পত্রিকায় টেন্ডারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এক মাসের মধ্যে কার্যাদেশ প্রদান ও চুক্তি সম্পন্ন করা হবে।
এরপর BRD অনুযায়ী কার্যক্রম শুরু হবে এবং চলমান রাখা হবে। তিন মাসের মধ্যে EOMS-এর টেস্ট সম্পন্ন হবে, ডিপ্লয়মেন্টও করা হবে। দুই মাসের মধ্যে EOMS-এর ব্যবহারকারীদের টেস্ট সম্পন্ন করা হবে এবং ২০২৬ সালের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসে EOMS উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, অধ্যাপক ড. মো. এমদাদুল ইসলামসহ অন্যান্য কমিটি সদস্যরা।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভায় এই কমিটি গঠন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা