ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

আ'লীগের দলীয়করণে ব্যাংক–ইন্স্যুরেন্স খাত ধ্বংস হয়েছে: আমির খসরু

২০২৫ নভেম্বর ২৬ ১৫:৪৩:৫৪

আ'লীগের দলীয়করণে ব্যাংক–ইন্স্যুরেন্স খাত ধ্বংস হয়েছে: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগ রাজনৈতিক বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের হাতে ব্যাংক ও ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান তুলে দেওয়ায় দেশের অর্থনীতি গভীর সংকটে পড়েছে—এ মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৬ নভেম্বর) আইডিবি মিলনায়তনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের বাস্তবতায় এত সংখ্যক ইন্স্যুরেন্স কোম্পানির প্রয়োজন ছিল কি না। তার অভিযোগ, দলীয় আনুগত্যের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, যা অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করেছে। এমনকি তৎকালীন অর্থমন্ত্রীও স্বীকার করেছিলেন যে দলীয় চাপের কারণে নির্দিষ্ট ব্যক্তিদের ব্যাংক দিতে হয়েছে—যা দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

আমির খসরু বলেন, ব্যাংক ও ইন্স্যুরেন্স খাত থেকে অর্থ উত্তোলন করে যারা সুবিধাভোগী হয়েছেন, তারা ব্যক্তিগতভাবে লাভবান হলেও প্রতিষ্ঠানগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাও ক্ষতির শিকার হয়েছেন। অনেক ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাংকে জমা রাখা অর্থ ফেরত পাচ্ছে না, এবং এমন সংকটে থাকা প্রতিষ্ঠানের সংখ্যা ২০টির মতো হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির এই নেতা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা কোনোভাবেই টেকসই নয়। আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে বড় ধরনের সংস্কার আনা হবে। রেগুলেটরি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী, নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত করে পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত করা হবে। কারণ এসব প্রতিষ্ঠানের সঙ্গে দেশের অর্থনীতি, জনগণের স্বার্থ, শেয়ারহোল্ডার, কর্মচারী ও বিনিয়োগকারীদের ভবিষ্যৎ জড়িত।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত