ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সরকারের কাছ থেকে বড় ঋণ পেল আইসিবি

২০২৫ নভেম্বর ২৫ ১৮:২১:১১

সরকারের কাছ থেকে বড় ঋণ পেল আইসিবি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১ হাজার কোটি টাকার সফট লোন দিয়েছে সরকার। এই অর্থ সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করা হবে, যা বাজারের বর্তমান অস্থিরতা কমাতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

সোমবার (২৪ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে রাষ্ট্রায়ত্ত এই বিনিয়োগ প্রতিষ্ঠানটিকে অর্থ সহায়তা সংক্রান্ত এই চিঠি দেওয়া হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আইসিবি সরকারের কাছে মোট ১৩ হাজার কোটি টাকার সহায়তা চাইলেও প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকা ঋণ হিসেবে পেয়েছে। এই ঋণ পরিশোধের মেয়াদ হবে ১০ বছর, যার মধ্যে প্রথম বছর থাকবে গ্রেস পিরিয়ড। এরপর প্রতি ছয় মাসে মূলধন ও ৫ শতাংশ সুদসহ কিস্তি পরিশোধ করতে হবে।

সরকারি এই ঋণ শুধুমাত্র শেয়ার বাজারে বিনিয়োগের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। বিশেষজ্ঞদের মতে, বাজারে বড় আকারের সরকারি বিনিয়োগ সাধারণত মূল্য বৃদ্ধি এবং স্বাভাবিক চাহিদা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ নিশ্চিত করেছেন যে, ঋণ পাওয়ার পরপরই নতুন একটি বেনেফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব খোলা হয়েছে এবং সোমবার দুপুর ২টার পর থেকে কিছু শেয়ার কেনা শুরু হয়েছে। তিনি জানান, বিনিয়োগের অগ্রগতি সম্পর্কে তিন মাসের মধ্যে সরকারকে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ শেয়ার বাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য একটি শক্তিশালী প্রথম ধাপ হিসেবে কাজ করবে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত