ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

বীরানদীপ সিংয়ের টি-টোয়েন্টিতে বিরল রেকর্ড

২০২৫ নভেম্বর ২৫ ১৬:৪১:২৮

বীরানদীপ সিংয়ের টি-টোয়েন্টিতে বিরল রেকর্ড

স্পোর্টস নিউজ :মালয়েশিয়ার অলরাউন্ডার বীরানদীপ সিং একটি বিরল কীর্তি গড়েছেন। তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০০ রান এবং ১০০ উইকেটের ডাবল মাইলফলক ছুঁয়ে দেখিয়েছেন।

বিশ্ব ক্রিকেটে বীরানদীপের নাম এতটা পরিচিত না হলেও, মাঠে তার পারফরম্যান্সের মাধ্যমে তিনি সবার নজর কাড়েছেন। এই কীর্তি গড়েছেন কুয়ালালামপুরে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে। বাহরাইনের বিপক্ষে মাঠে নামার আগে তার উইকেট সংখ্যা ছিল ৯৯। তিন ব্যাটারকে আউট করে তিনি ১০০ উইকেটের সীমা অতিক্রম করেন।

রান সংগ্রহের দিকে নজর দিলে দেখা যায়, ৩ হাজার রানের মাইলফলক তিনি গত জুলাইয়ে স্পর্শ করেছিলেন। এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফিতে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলেছিলেন। বাহরাইনের বিপক্ষে চার উইকেটের জয়ের ম্যাচে ২৩ রানের ইনিংস খেলে তার রান সংখ্যা বেড়ে ৩১০৬। ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার বীরানদীপ এখন ১০২ উইকেট নিয়ে তার ডাবল কীর্তি সম্পূর্ণ করেছেন।

এই ডাবল কীর্তির পথে আছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা, যার রান ২৮৪৬ এবং উইকেট ১০২। বীরানদীপের এই অর্জন আন্তর্জাতিক টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে এক নজির হয়ে থাকবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত