ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

মামদানির ট্রানজিশনে ৯ বাংলাদেশি সদস্য

২০২৫ নভেম্বর ২৫ ১৩:০১:৪৮

মামদানির ট্রানজিশনে ৯ বাংলাদেশি সদস্য

নিজস্ব প্রতিবেদক :আগামী ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর ও বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন ৩৪ বছর বয়সী মামদানি। গত ৪ নভেম্বর তিনি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন এবং ইতিহাস সৃষ্টি করেছেন—প্রথমবারের মতো একজন মুসলিম এই দায়িত্ব পালন করবেন।

মেয়র হিসেবে ট্রানজিশনকালীন সময়ে তাঁর অভিষেক কমিটিতে ৯ জন বাংলাদেশি বংশোদ্ভূত স্থান পেয়েছেন। এই কমিটিতে রয়েছেন নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, আসালের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, ফারিহা আক্তার, আরমান চৌধুরী সিপিএ, শাহ রেহমান, তাজিন আজাদ এবং শ্যামতলী হক।

নিউইয়র্কে বসবাসরত শতকরা ৯৮ ভাগ বাংলাদেশি মুসলিমরা মামদানিকে ভোট দিয়ে নির্বাচনে সহায়তা করেছেন। মেয়র মামদানি এই কমিটিতে বাংলাদেশিদের স্থান দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অতীতে বাংলাদেশিদের জন্য এমন সম্মানজনক কমিটিতে স্থান পাওয়া ছিল বিরল। এই ট্রানজিশন টিমে বাংলাদেশিদের কাজের স্বীকৃতি মার্কিন রাজনীতিতে গৌরবের বিষয় হিসেবে দেখা হচ্ছে।

৪০০ জনের অভিষেক কমিটির মধ্যে অন্য কোনো বাংলাদেশি এই রিপোর্ট লেখা পর্যন্ত শনাক্ত করা যায়নি। বাংলাদেশিরা নিজের যোগ্যতায় গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছেন। একই কমিটিতে ১১ জন পাকিস্তানি ও ১৬ জন ভারতীয়ও রয়েছেন। ভারতীয় এবং পাকিস্তানি সদস্যদের মধ্যে রয়েছেন ১০ জন পাঞ্জাবি, ৪ জন ইন্দো-কারিবিয়ান এবং একজন ইমরান পাশা।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত