ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ফেসবুকে কাবা শরিফ অ’ব’মাননা, ফরিদপুরে যুবক আ’টক

২০২৫ নভেম্বর ২৫ ১২:৪৮:২৩

ফেসবুকে কাবা শরিফ অ’ব’মাননা, ফরিদপুরে যুবক আ’টক

নিজস্ব প্রতিবেদক :ফরিদপুরের নগরকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে সাগর মণ্ডল (১৯) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর ছবি স্টোরিতে দেওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে ঘটে। গ্রেফতার সাগর মণ্ডলের বাড়িও শাকরাইল গ্রামে এবং তার বাবার নাম শ্রীকান্ত মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাবা শরিফ অবমাননা করে পোস্ট করা স্টোরিটি কয়েক ঘণ্টার মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সন্ধ্যায় গোড়াইল বাজার এলাকায় কয়েকশ মানুষ জমায়েত হয়ে প্রতিবাদ জানায়। উত্তেজনা বেড়ে গেলে স্থানীয়রা সাগর মণ্ডলকে ফার্মেসির ভেতর আটকে রাখেন, যেখানে তিনি সহকারী হিসেবে কাজ করতেন।

পরিস্থিতি খবরে পুলিশ ও উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বাজারে আরও মানুষ জমায়েত হওয়ায় উত্তেজনা কিছুটা বেড়ে যায়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। এরপর নগরকান্দা থানা পুলিশ সাগর মণ্ডলকে আটক করে।

নগরকান্দা ইউএনও দবির উদ্দিন জানান, ফেসবুকে আপত্তিকর পোস্টের কারণে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত