ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
প্রথমবার বিএনপির দলীয় ফোরামে বক্তব্য দিলেন জায়মা রহমান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক কোনো সভায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। প্রবাসীদের ভোটাধিকার ও দলীয় কার্যক্রম নিয়ে আয়োজিত একটি ভার্চুয়াল সভায় লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এই সভার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জায়মা রহমান জ্যেষ্ঠ নেতাদের কাজের প্রশংসা করছেন এবং দলীয় কার্যক্রম গতিশীল করতে পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, ‘সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে কাজ করার জন্য। আপনাদের সুবিধা-অসুবিধাগুলো রিজভী আঙ্কেল ও পাভেল আঙ্কেল নোট নিয়েছেন। আমরা কেন্দ্রীয়ভাবে দেখব কতটুকু সমাধান করা যায়।’
বক্তব্যে তিনি পারস্পরিক সহযোগিতা এবং সময়ের সঠিক ব্যবহারের ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। খোকন আঙ্কেল (মাহবুব উদ্দিন খোকন) যেভাবে সময়ানুবর্তিতার বিষয়টি বুঝিয়েছেন, তা মেনে শিডিউল অনুযায়ী কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে হবে।’
এই ভার্চুয়াল সভায় ঢাকা থেকে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল। প্রসঙ্গত, জায়মা রহমান লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক এবং লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার