ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রথমবার বিএনপির দলীয় ফোরামে বক্তব্য দিলেন জায়মা রহমান

২০২৫ নভেম্বর ২৪ ২৩:১৪:৫১

প্রথমবার বিএনপির দলীয় ফোরামে বক্তব্য দিলেন জায়মা রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক কোনো সভায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। প্রবাসীদের ভোটাধিকার ও দলীয় কার্যক্রম নিয়ে আয়োজিত একটি ভার্চুয়াল সভায় লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এই সভার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জায়মা রহমান জ্যেষ্ঠ নেতাদের কাজের প্রশংসা করছেন এবং দলীয় কার্যক্রম গতিশীল করতে পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, ‘সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে কাজ করার জন্য। আপনাদের সুবিধা-অসুবিধাগুলো রিজভী আঙ্কেল ও পাভেল আঙ্কেল নোট নিয়েছেন। আমরা কেন্দ্রীয়ভাবে দেখব কতটুকু সমাধান করা যায়।’

বক্তব্যে তিনি পারস্পরিক সহযোগিতা এবং সময়ের সঠিক ব্যবহারের ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। খোকন আঙ্কেল (মাহবুব উদ্দিন খোকন) যেভাবে সময়ানুবর্তিতার বিষয়টি বুঝিয়েছেন, তা মেনে শিডিউল অনুযায়ী কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে হবে।’

এই ভার্চুয়াল সভায় ঢাকা থেকে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল। প্রসঙ্গত, জায়মা রহমান লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক এবং লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত