ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

সাত মাসের মধ্যে শেয়ারবাজারে সর্বোচ্চ র‌্যালী

২০২৫ নভেম্বর ২৪ ১৬:২৫:৩২

সাত মাসের মধ্যে শেয়ারবাজারে সর্বোচ্চ র‌্যালী

নিজস্ব প্রতিবেদক : আশার গতিতে স্থিতিশীলতার পথে এগিয়ে চলেছে শেয়ারবাজার। গত সপ্তাহের শুরু থেকে টানা ৪দিন সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন হয়েছিল। এরপর শেষ কর্মদিবসে দর সংশোধনের পর গতকাল সপ্তাহের শুরুতে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়। সেই ধারাবাহিকতায় আজ (২৪ নভেম্বর) সূচক সর্বোচ্চ পয়েন্ট বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ২৫ পয়েন্টে। এর আগে গত ৮ মে প্রায় ১০০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০২ পয়েন্টে। আজ ১৩ দিন পর সূচক আবারও ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে এবং আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন প্রায় দ্বিগুন বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক দরপতনের প্রতিবাদে আগের সপ্তাহের প্রথম দিন বিনিয়োগকারীরা সংগঠনগুলো নিয়ন্ত্রক সংস্থার সামনে মানব বন্ধন কর্মসূচী পালনসহ সংবাদ সম্মেলন করে। যার ফলে ওইদিন থেকে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে, যা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৯.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪.৮৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২৪.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫২.৬২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪২.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৬.১৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৫৯টির দর বেড়েছে, ২২টির দর কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৯২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৫০ কোটি ৩ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১৭টির এবং পরিবর্তন হয়নি ১২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬০.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩৭.২২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩৮.২৩ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শেয়ারবাজার এর অন্যান্য সংবাদ