ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

বাধার মুখে বন্ধ হওয়া ফুটবল ম্যাচ আবার আয়োজনের নির্দেশ

২০২৫ জানুয়ারি ৩০ ২১:৩১:১৬

বাধার মুখে বন্ধ হওয়া ফুটবল ম্যাচ আবার আয়োজনের নির্দেশ

ডুয়া নিউজ: সম্প্রতি দিনাজপুর এবং জয়পুরহাটে মেয়েদের ফুটবল ম্যাচে বাধা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং ওই ম্যাচগুলো পুনরায় আয়োজনের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী নারী অধিকার লঙ্ঘন বা বেআইনি বিধিনিষেধ আরোপে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে 'তৌহিদী জনতা' ব্যানারে নারী তারকাদের অনুষ্ঠান, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনায় বাধা এবং হামলা করার খবরও পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুর ও জয়পুরহাটে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করার ঘটনাটি অন্যতম।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (২ নভেম্বর)

আজকের মুদ্রা বিনিময় হার (২ নভেম্বর)

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেনও বাড়ছে। মুদ্রা লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি... বিস্তারিত