ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
তিন সপ্তাহের পতন শেষে শেয়ারবাজার রিবাউন্ড
নিজস্ব প্রতিবেদক: তিন সপ্তাহের ধারাবাহিক পতনের পর অবশেষে রিবাউন্ড করেছে দেশের শেয়ারবাজার। বাজার অতিমূল্যায়িত ও পতন ধারায় থাকা স্টকগুলোতে ‘বার্গেইন হান্টার’দের নতুন আগ্রহের ফলে সপ্তাহজুড়ে সূচক ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। সেপ্টেম্বরের পর এটি বাজারের সবচেয়ে বড় উত্থান। আগের তীব্র পতনের পর সস্তায় শেয়ার কেনার সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়েছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি বিভিন্ন আইনি প্রক্রিয়ায় অনুকূল রায় পাওয়ার সম্ভাবনা এবং কয়েকটি প্রতিষ্ঠানের মার্জিন রুল শিথিল করার সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলে।
ইবিএল সিকিউরিটিজের বিশ্লেষকরা জানান, টানা পতন শেষে বাজারে পুনরুদ্ধারের স্পষ্ট লক্ষণ দেখা গেছে। সংশোধনের পর আকর্ষণীয় দামে লেনদেন হওয়া স্টকগুলোই বিনিয়োগকারীদের কাছে বেশি গুরুত্ব পেয়েছে। যদিও সপ্তাহের শেষ দিকে কিছুটা অস্থিরতা ছিল, পুরো সপ্তাহেই বাজার ইতিবাচক ধারায় ছিল।
সপ্তাহজুড়ে প্রধান সূচক ডিএসইএক্স ১৬৬ পয়েন্ট বা ৩.৫৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে উঠে আসে। ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৪১ পয়েন্ট বৃদ্ধি পায়। সপ্তাহের শেষ দিনে সূচক ৩২ পয়েন্ট কমলেও সামগ্রিকভাবে বাজার শক্ত অবস্থান ধরে রাখে।
সপ্তাহজুড়ে লেনদেনেও ছিল ইতিবাচক প্রবণতা। সপ্তাহে মোট লেনদেন দাঁড়িয়েছে প্রায় ১৯.৮৮ বিলিয়ন টাকা, যা আগের সপ্তাহের ১৭.৭২ বিলিয়ন টাকার চেয়ে বেশি। গড় লেনদেন ৩.৯৭ বিলিয়ন টাকা—পূর্ববর্তী সপ্তাহের তুলনায় প্রায় ১২ শতাংশ বৃদ্ধি। ইঞ্জিনিয়ারিং, ফার্মা ও সিমেন্ট খাতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, সপ্তাহের শীর্ষ ১০ গেইনারের বেশিরভাগই ছিল জাঙ্ক স্টক। বহু বছর ধরে ব্যবসায়িক অগ্রগতি না থাকা বা ডিভিডেন্ড দিতে ব্যর্থ হওয়া এসব কোম্পানির হঠাৎ বড় উত্থান বাজারে জল্পনা–কল্পনা এবং সম্ভাব্য ম্যানিপুলেশন নিয়ে উদ্বেগ তৈরি করেছে। খুলনা প্রিন্টিং, ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ও ন্যাশনাল ব্যাংক গেইনার তালিকার শীর্ষে ছিল—যাদের বেশিরভাগই ‘জাঙ্ক’ ক্যাটাগরিভুক্ত। অন্যদিকে টপ লুজার তালিকায় ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জিকিউ বল পেন, ফার ইস্ট নিটিং, মেঘনা সিমেন্ট ও পেনিনসুলা চিটাগাং।
লাভলো আইসক্রীম সপ্তাহের সর্বাধিক লেনদেনকৃত শেয়ারে পরিণত হয়েছে, যার লেনদেন হয়েছে ৫৮৫ মিলিয়ন টাকা। এছাড়া আনোয়ার গ্যালভানাইজিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, স্কয়ার ফার্মা ও ওরিয়ন ইনফিউশন ছিল লেনদেনের শীর্ষে।
সামগ্রিকভাবে, তিন সপ্তাহের ধারাবাহিক পতনের পর বাজারে শক্তিশালী রিবাউন্ড বিনিয়োগকারীদের মনে নতুন আশার সঞ্চার করেছে, যদিও জাঙ্ক স্টকের অস্বাভাবিক উত্থান বাজারকে নিয়ে এসেছে নতুন আলোচনায়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ