ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পে ঢাকায় ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত, তালিকা প্রকাশ

২০২৫ নভেম্বর ২১ ২৩:০৭:৫১

ভূমিকম্পে ঢাকায় ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত, তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আজ সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে রাজধানীসহ ঢাকা জেলায় অন্তত ১৪টি ভবনে ফাটল বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত ভবনের এই প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়।

জেলা প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা এবং স্থাপনায় এই ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। ক্ষতিগ্রস্ত ১৪টি ভবনের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ভবনও রয়েছে।

তালিকায় উল্লেখ করা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো—মালিবাগ চৌধুরী পাড়া, আরমানিটোলা, সূত্রাপুরের স্বামীবাগ, বনানী, কলাবাগান, বসুন্ধরা আবাসিক এলাকা, নদ্দা, দক্ষিণ বনশ্রী, মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, খিলগাঁওয়ের সিপাহী পাড়া এবং মগবাজারের মধুবাগ। প্রতিটি এলাকায় একটি করে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত