ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

এবার সব বিভাগীয় অফিসে সঞ্চয়পত্র বন্ধ করল বাংলাদেশ ব্যাংক

২০২৫ নভেম্বর ২০ ২০:০৪:২৫

এবার সব বিভাগীয় অফিসে সঞ্চয়পত্র বন্ধ করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শুধুমাত্র মতিঝিল কার্যালয় নয়, দেশের সব বিভাগীয় অফিসে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রয়, ছেঁড়া-ফাটা নোট বিনিময়, এ-চালান এবং চালান-সংক্রান্ত ভাংতি টাকা প্রদানের মতো পাঁচ ধরনের সেবা বন্ধের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই সিদ্ধান্ত আগামী রোববার (২৩ নভেম্বর) থেকে কার্যকর হবে।

এর আগে কেবল মতিঝিল কার্যালয়ে এসব সেবা বন্ধের কথা জানানো হয়েছিল। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সব অফিসে এখন থেকে গ্রাহকরা এই সেবা পাবেন না। ব্যাংকটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, সদরঘাট, বরিশাল ও রংপুর অফিস থেকে এসব সেবা বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে গ্রাহকদের সেবা দেয়, তা নিশ্চিত করতে তদারকি বাড়াবে কেন্দ্রীয় ব্যাংক।

এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে একটি বড় কারণ হলো গত মাসে মতিঝিল অফিসের সার্ভার জালিয়াতির মাধ্যমে সঞ্চয়পত্র আত্মসাতের ঘটনা। এতে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র হারিয়েছে গ্রাহক এবং আরও দুইজনের ৫০ লাখ টাকা আত্মসাতের চেষ্টা ধরা পড়ে। এই ঘটনায় চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাধারণ মানুষকে কাউন্টার থেকে সরাসরি এসব সেবা দেওয়া হয় না। এজন্য ভোগান্তিমুক্ত ও নিরাপদ সেবা নিশ্চিত করতে তফসিলি বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও পোস্ট অফিসের মাধ্যমে সেবা গ্রহণ করতে বলা হচ্ছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে গ্রাহকদের ৩ লাখ ৪০ হাজার ৪৫ কোটি টাকার সঞ্চয়পত্রের মধ্যে ৩০ শতাংশের বেশি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে রয়েছে। নিরাপত্তা ও সেবা স্বচ্ছতার কারণে এতদিন গ্রাহকরা মূলত কেন্দ্রীয় ব্যাংকের অফিসে ভিড় করতেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত