ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
শেয়ারবাজারে কারসাজি: সাকিব ও হিরুর বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ব্যাপক কারসাজি এবং অর্থপাচারের বিশাল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলার প্রধান অভিযুক্ত হলেন সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো: আবুল খায়ের (ওরফে হিরু)। দ্বিতীয় অভিযুক্ত হিসেবে নাম এসেছে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের।
দুদকের মামলার বিবরণ অনুযায়ী, আবুল খায়ের (হিরু) তার সহযোগীদের নিয়ে ক্ষমতার অপব্যবহার এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ১৭-এর ইচ্ছাকৃত লঙ্ঘনের মাধ্যমে সংঘবদ্ধভাবে অপরাধ করেছেন। অভিযোগ রয়েছে, তিনি নিজের বিও অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণামূলক লেনদেন, জল্পনামূলক সিরিজ ট্রেডিং এবং জুয়ার স্টাইলে শেয়ারের মূল্য বাড়িয়ে কারসাজির আশ্রয় নিয়েছিলেন।
দুদক জানিয়েছে, হিরু ও তার চক্র সুপরিকল্পিতভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে এবং এর ফলে বিনিয়োগকারীরা বিশাল আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। এই চক্রটি বিনিয়োগকারীদের ২৫৭ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।
তদন্তে আরও উঠে এসেছে, হিরু এই অবৈধ আয় শেয়ারবাজার থেকে তুলে নেন এবং তার স্ত্রী কাজী সাদিয়া হাসানের সহযোগিতায় ২৯ কোটি ৯০ লাখ টাকা বিভিন্ন চ্যানেলে পাচার করেন। তদন্তকারীরা হিরুর ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন চিহ্নিত করেছেন। এই ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইনসহ একাধিক ধারায় ২০২৫ সালের ১৭ জুন মামলা দায়ের করা হয়।
এই মামলার তদন্তের অংশ হিসেবে এজাহারভুক্ত ১৫ জন অভিযুক্তকে ২০২৫ সালের ২৫ ও ২৬ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য দুদক তলব করেছে। সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে তার বক্তব্য প্রদানের জন্য ২৬ নভেম্বর সকাল ১০টায় দুদক সদর দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক আরও জানিয়েছে, সাকিবের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ইতিমধ্যেই একটি পৃথক তদন্ত চলছে। ২৬ নভেম্বর তাকে একই সাথে উভয় বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)