ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

পে-স্কেল গুজব উড়িয়ে দিল কমিশন, জানাল চূড়ান্ত সময়

২০২৫ নভেম্বর ২১ ১১:২০:২০

পে-স্কেল গুজব উড়িয়ে দিল কমিশন, জানাল চূড়ান্ত সময়

নিজস্ব প্রতিবেদক :জাতীয় বেতন কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে নতুন পে-স্কেল সংক্রান্ত তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার পরিকল্পনা করছে। কমিশন জানিয়েছে, সুপারিশ তৈরির প্রায় অর্ধেক কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণের পর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে।

কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ১৫ পৃষ্ঠার সুপারিশ ঘুরছে, তা কমিশনের তৈরি নয়। তিনি বলেন, “এটি ভুয়া এবং বিভ্রান্তিকর। কমিশনের কাছে এমন কোনো নথি নেই। আমরা গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের মতামত নেওয়ার পরেই চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করব।”

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই নথিতে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট কাঠামো ও ভাতা সংশোধনের তথ্য দেওয়া হয়েছে। তবে কমিশন জানিয়েছে, এটি অনুমোদিত কোনো নথি নয় এবং কোথাও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কোনো নথি প্রকাশ বা ফাঁসও করা হয়নি। কমিশন সতর্ক করে জানিয়েছে, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং সরকারি চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে-স্কেল জাতীয় নির্বাচনের পর নতুন সরকারের অধীনে বাস্তবায়ন হবে। তবে নবম পে-স্কেলের গেজেট ১৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ না হলে কঠোর কর্মসূচি নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

গত জুলাইয়ে সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, কমিশনের প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। দীর্ঘ বিরতির পর সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য এ কমিশন গঠন করা হয়েছে।

আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে কমিশনের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নতুন পে-স্কেল সংক্রান্ত প্রাথমিক মতামত নেওয়া হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত