ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

উত্থানে সপ্তাহ শুরু, পতনে শেষ

২০২৫ নভেম্বর ২০ ১৫:১২:৪৬

উত্থানে সপ্তাহ শুরু, পতনে শেষ

নিজস্ব প্রতিবেদক: সূচকের উত্থানে সপ্তাহ শুরু হলেও শেষ কর্মদিবস (২০ নভেম্বর) পতনের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। গত চার কর্মদিবসে ধারাবাহিকভাবে সূচক প্রায় ১৯৯ পয়েন্ট বেড়েছিল। তুলনামূলকভাবে আজ সূচক কমেছে প্রায় ৩২ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টদের মতে, টানা চার দিনের উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন ও মুনাফা তুলে নেওয়ার চাপে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৯.০১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮.২৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৫.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭৭.৭৭ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৭১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৪টির দর বেড়েছে, ২৩৮টির দর কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৪৪৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪২০ কোটি ৫৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৪ কোটি ৮৭ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৬৫টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪২.১৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৩০.৬২ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষে ঢাবি, বিশ্বে ৫২তম

ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষে ঢাবি, বিশ্বে ৫২তম

ইনজামামুল হক পার্থ: দ্বিতীয়বারের মতো টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং প্রকাশিত হয়েছে। ২০২৬ সালে বাংলাদেশের ১২টি সরকারি ও... বিস্তারিত