ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

টাইমস হায়ার এডুকেশন ২০২৬: দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শীর্ষে ড্যাফোডিল

ইনজামামুল হক পার্থ
ইনজামামুল হক পার্থ

রিপোর্টার

২০২৫ নভেম্বর ২০ ১৫:১২:২৩

টাইমস হায়ার এডুকেশন ২০২৬: দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শীর্ষে ড্যাফোডিল

ইনজামামুল হক পার্থ: দ্বিতীয়বারের মতো প্রকাশিত হলো টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং। ২০২৬ সালে বাংলাদেশের ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে। সারাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষে রয়েছে, বিশ্বব্যাপী অবস্থান ৫২তম। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে, ৩৫১-৪০০ র‍্যাঙ্কে অবস্থান করছে এবং দেশের মধ্যে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নজর কেড়েছে। ভারতের সাভেথা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল সায়েন্সেস ৫৭তম অবস্থান অধিকার করেছে।

আজ বৃহস্পতিবার এবারের র‍্যাংকিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। গত বছর নভেম্বরে প্রথমবারের মতো র‍্যাংকিং ২০২৫ প্রকাশ করেছিল এই খ্যাতনামা শিক্ষা সাময়িকী।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অবস্থান হলো: রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩০১-৩৫০, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৪০১-৫০০, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০১-৬০০, খুলনা বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৬০১-৮০০। এছাড়া ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার অবদানকে তিনটি প্রধান দিক থেকে মূল্যায়ন করে: ইনপুট (গবেষণার জন্য অর্থায়ন, অবকাঠামো ও গবেষক দলের দক্ষতা), প্রক্রিয়া (গবেষণার সুযোগ-সুবিধা, প্রশাসনিক সহায়তা, প্রচারণা ও সাফল্যের পরিমাপ) এবং আউটপুট (প্রকাশনা সংখ্যা, গবেষণার মান ও আন্তর্জাতিক খ্যাতি)। এগুলোকে ১১টি কর্মক্ষমতার সূচকের মাধ্যমে বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

এই র‍্যাংকিং বিশ্ববিদ্যালয়গুলোর আন্তঃবিষয়ক গবেষণায় বিনিয়োগ, পরিচালনা ও বৈশ্বিক জ্ঞানভাণ্ডারে অবদানকে মূল্যায়ন করে। ফলে তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার মান উন্নয়নে এগিয়ে থাকার পাশাপাশি যুগোপযোগী ও বহুমাত্রিক বিজ্ঞানচর্চাকে এগিয়ে নেওয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এবারের র‍্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় হলো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), যা গতবারও শীর্ষে ছিল। শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের ২৭টি বিশ্ববিদ্যালয়, এরপর রয়েছে ভারতের ১৩টি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষে ঢাবি, বিশ্বে ৫২তম

ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষে ঢাবি, বিশ্বে ৫২তম

ইনজামামুল হক পার্থ: দ্বিতীয়বারের মতো টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং প্রকাশিত হয়েছে। ২০২৬ সালে বাংলাদেশের ১২টি সরকারি ও... বিস্তারিত