ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
প্রায় ৪ ডজন কোম্পানির বিক্রেতা উধাও
নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক উত্থানের ফলে লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। চলতি সপ্তাহে টানা চার দিন সূচক ঊর্ধ্বমুখী অবস্থায় লেনদেন সম্পন্ন হয়েছে। সামনের দিনগুলোতে বাজার আরও স্থিতিশীল হবে—এই প্রত্যাশায় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির চেয়ে ক্রয়ে বেশি মনোযোগী হয়েছেন।
এর ফলে প্রতিদিনই বেশ কিছু কোম্পানিতে বিক্রেতা সঙ্কট দেখা দিচ্ছে। আজও (১৯ নভেম্বর) তার ব্যতিক্রম হয়নি। এদিন বিক্রেতা সঙ্কটে প্রায় সাড়ে তিন ডজন কোম্পানি হল্টেড হয়েছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, রহিমা ফুড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্স মিল্ক, ইন্টারন্যাশনাল লিজিং, মেঘনা পেট, সোনারগাঁও টেক্সটাইল, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, রানার অটো, নাহি অ্যালুমিনিয়াম, প্রিমিয়ার লিজিং, ফার কেমিক্যাল, খুলনা প্রিন্টিং, ডেল্টা স্পিনার্স, জেনারেশন নেক্সট, নিউলাইন ক্লোথিংস, প্যাসিফিক ডেনিমস, বিডি ওয়েল্ডিং, বিডি বিল্ডিং সিস্টেমস, অলিম্পিক এক্সেসরিজ, অ্যাকটিভ ফাইন, হামিদ ফেব্রিক্স, ফ্যামিলি টেক্সটাইল, ফার্স্ট ফাইন্যান্স, ম্যাকসন স্পিনিং, রিংশাইন টেক্সটাইল, জাহিন স্পিনিং, সুরিদ ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিআইএফসি, বে-লিজিং, ন্যাশনাল ব্যাংক, তুংহাই নিটিং, নূরানী ডাইং, প্রাইম ফাইন্যান্স, এপোলো ইস্পাত, রিজেন্ট টেক্সটাইল, জিএসপি ফাইন্যান্স এবং সি অ্যান্ড এ টেক্সটাইল।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে পিপলস লিজিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮ পয়সা বা ১০.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফারইস্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৮ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফাস ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৯ পয়সায়।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ফিনিক্স ফাইন্যান্সের ২০ পয়সা বা ১০ শতাংশ, রহিমা ফুডের ৯ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯ পয়সসা বা ৯.৮৯ শতাংশ, মেঘনা পেটের ১ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ, রানার অটোর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৭৯ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১ টাকা ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮ পয়সা বা ৯.৮২ শতাংশ, ফার কেমিক্যালের ১ টাকা ২০ পয়সা বা ৯.৩৭ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১ টাকা বা ৯.২৫ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ, জেনারেশন নেক্সটের ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৭০ পয়সা বা ৮.৯৭ শতাংশ, বিডি বিল্ডিং সিস্টেমসের ৭০ পযসা বা ৮.৮৬ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ, অ্যাকটিভ ফাইনের ৫০ পয়সা বা ৮.৬২ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ, ফ্যামিলি টেক্স বিডির ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৪০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, রিংশাইন টেক্সটাইলের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ, সুরিদ ইন্ডাস্ট্রিজের ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, বিআইএফসির ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, বে-লিজিংয়ের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, তুংহাই নিটিংয়ের ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ, নূরানী ডাইংয়ের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.৬৭ মতাংশ, এপোলো ইস্পাতের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর বেড়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)