ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচন সামনে রেখে বিএনপি নেতার সতর্কবার্তা

২০২৫ নভেম্বর ২১ ১৬:৫৭:৪২

নির্বাচন সামনে রেখে বিএনপি নেতার সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী শাসন দেশের অর্থনীতিকে শূন্যে পরিণত করেছে।

শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “৭ নভেম্বরের ঐক্য আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বৈরাচারী সরকার দেশের অর্থনৈতিক স্থিতি ধ্বংস করেছে এবং সার্বভৌমত্বকে প্রায় অন্য দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে।”

তিনি আরও বলেন, “যারা বিদেশে চলে গেছে তারা পুরনো কায়দায় আগুন সন্ত্রাস চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আবারও মাঠে নেমেছে। আমাদের মধ্যে বিভাজন হলে স্বৈরাচারের দোসররা তা কাজে লাগাবে। তাই ঐক্য বজায় রাখা এখন সময়ের দাবি।”

বিএনপির এই নেতা আশাপ্রকাশ করেন, “আমরা যদি রাজনৈতিক ঐক্য বজায় রাখি, যেমন ৭ নভেম্বর ও ২০২৪ সালের ৫ আগস্টে দেশ লাভবান হয়েছিল, আগামী নির্বাচনে দেশের জন্যও তা ফলপ্রসূ হবে। স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তার অনুগামী এখনো দেশে আছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।”

আলোচনা সভায় মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির, সদস্য সচিব মো. বাকিবিল্লাহ, মহানগর দক্ষিণের সদস্য সচিব কে এম সোহেল রানা সহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত