ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: তারেক রহমানে
নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনীর প্রতি জাতির আস্থার প্রতীক হয়ে ওঠার পেছনে তাদের দৃঢ় অবস্থান ও বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতেও এই আস্থা বজায় রাখবে দেশের সেনা, নৌ ও বিমানবাহিনী। সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
বাণীতে তারেক রহমান বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করছি। একই সঙ্গে স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের আত্মত্যাগ স্মরণ করে সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনা করি।
তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই ঐতিহাসিক মুহূর্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। সাহসিকতা, শৃঙ্খলা ও দৃঢ়তার সমন্বয়ে গড়ে ওঠা এই বাহিনী জাতির গর্ব।
তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের রণাঙ্গণে সশস্ত্র বাহিনীর অসীম ত্যাগ ও বীরত্ব জাতীয় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এ বাহিনীর সদস্যরা এখনো অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি শান্তিরক্ষার আন্তর্জাতিক মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা বিশ্বে দেশের মর্যাদা আরও উঁচু করেছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা জাতীয় দুর্বিপাকের প্রতিটি মুহূর্তে সশস্ত্র বাহিনীর দ্রুত ও দক্ষ উদ্যোগ জনগণের আস্থা আরও দৃঢ় করেছে। এ ভূমিকা ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রযুক্তিনির্ভর, সুশিক্ষিত ও পেশাদার বাহিনী গঠনে তার নেয়া উদ্যোগ পরবর্তীতে রূপ পায় শক্তিশালী কাঠামোয়। একইভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়াও বাহিনীকে আধুনিক ও কর্মক্ষম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠ—মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফকে। সশস্ত্র বাহিনী দিবসের সব অনুষ্ঠানের সফলতা কামনা করেন তিনি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)