ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
দেশ গড়ার প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বণ্যাঢ্য বিজয় র্যালি
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা ইউনিভার্সিটি অ্যলামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া যৌথভাবে এক বণ্যাঢ্য র্যালির আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান লাল-সবুজ এ র্যালীর নেতৃত্ব দেন।
আজ রোববার (০১ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়। পরে টিএসসি হয়ে ভিসি চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।
র্যালিতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ, ঢাকা ইউনিভার্সিটি অ্যলামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী, বিভিন্ন হলের উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
র্যালীর উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আজকের এ বিজয় দিবসের বিশেষ তাৎপর্য রয়েছে। আমরা স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সৈনিকদের। তার সঙ্গে আমরা স্মরণ করছি বিভিন্ন গণজাগরণে যারা নেতৃত্ব দিয়েছেন, মানুষের অধিকার আদায়ে যারা রক্ত দিয়েছেন- সেসব বীর শহীদদের। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা যে রক্ত দিয়ে আমাদের নতুন দিনে আবদ্ধ করেছেন, তাদের এ মাহেন্দ্রক্ষণে আমরা স্মরণ করছি।
উপাচার্য বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের দায় এবং দায়িত্ব বেড়ে গেছে। তিনি বলেন, আমাদের পেছনে যাওয়ার আর কোনো পথ নেই। সবাইকে নিয়ে বিজয়ের মাসের শুরুতে আমরা অঙ্গীকার করছি, আমরা দেশটাকে এগিয়ে নেব। আমরা যার যার পর্যায় থেকে দায়িত্ব পালন করব।
ড. নিয়াজ আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধ। আপনাদের সবার সহযোগিতা নিয়ে সামনে এগায়ে যেতে চাই। আমরা আশা করছি, আমাদের ভবিষ্যতে পথ চলা আরো সুগম হবে এবং সব বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র আমরা পেরিয়ে যাব।
উপ-উপাচার্য অধ্যাপক ড. সাইমা হক বিদিশা বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার যুদ্ধেও প্রাণকেন্দ্র ছিল এ বিশ্ববিদ্যালয়। বিজয়ের যে আনন্দ শুরু হয়েছে, তা যেন আমরা সব সময় ধরে রাখতে পারি।
তিনি বলেন, বিশেষ করে ‘২৪ এর গণঅভ্যুত্থানের পরে আজকে যে বিজয় র্যালি, এর মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি