ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশ গড়ল রানের পাহাড়

২০২৫ নভেম্বর ২০ ১৫:২৪:৫৯

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশ গড়ল রানের পাহাড়

নিজস্ব প্রতিবেদক :মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক স্বর্ণালী দিন পালন করলেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি শততম টেস্টে সেঞ্চুরি পূর্ণ করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন।

একই ম্যাচে লিটন দাসও দারুণ ব্যাটিং প্রদর্শন করে নিজের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি অর্জন করেন। দুই ব্যাটারের অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ একটি শক্তিশালী রানের পাহাড় গড়ে তুলেছে।

বৃহস্পতিবার প্রথম ইনিংসটি ১৪১.১ ওভার খেলে সব উইকেট হারিয়ে ৪৭৬ রানে শেষ হয়। মুশফিক প্রথম দিনের শেষ মুহূর্তে ৯৯ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের খেলার শুরুতে প্রথম ওভারে রান না নিতে পারলেও পরের ওভারের তৃতীয় বলে তিনি শততম টেস্টে সেঞ্চুরি পূর্ণ করেন।

মুশফিক এই কীর্তি টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ১১ জন ব্যাটারের মধ্যে সম্ভব হয়েছে। তিনিই বাংলাদেশের ইতিহাসে প্রথম, এবং বিশ্বের ৮৪তম ক্রিকেটার যিনি শততম টেস্টে খেলে সেঞ্চুরি করেছেন।

প্রথম দিনের খেলা শেষ হয়েছিল ২৯২ রানে ৪ উইকেট হারিয়ে। ওপেনিংয়ে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ৫২ রানের জুটি গড়ে খেলেন। মমিনুল হক তিন নম্বরে ফিফটি করে আউট হন। চতুর্থ উইকেটে মুশফিকুর সঙ্গে ১০৭ রানের জুটি গড়ে বাংলাদেশি সংগ্রহ আরও দৃঢ় হয়।

মুশফিক ১০৬ রানে আউট হওয়ার পর লিটন দাস মিরাজের সঙ্গে যোগ্যভাবে ক্রিজে থাকেন এবং ১২৮ রানে ইনিংস শেষ করেন। মিরাজ ৪৭ রানে আউট হওয়ার পর বাংলাদেশ প্রথম ইনিংস ৪৭৬ রানে থামিয়ে শক্তিশালী অবস্থান গড়ে তুলে।

মুশফিকুর রহিম ও লিটন দাসের অসাধারণ ব্যাটিংয়ে দলটি ম্যাচের নিয়ন্ত্রণে রাখার জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষে ঢাবি, বিশ্বে ৫২তম

ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষে ঢাবি, বিশ্বে ৫২তম

ইনজামামুল হক পার্থ: দ্বিতীয়বারের মতো টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং প্রকাশিত হয়েছে। ২০২৬ সালে বাংলাদেশের ১২টি সরকারি ও... বিস্তারিত