ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

ফিফা বিশ্বকাপ ২০২৬: সরাসরি বিশ্বকাপে যাচ্ছে যে দলগুলো-বাদ পড়লেন যারা

২০২৫ নভেম্বর ১৯ ২১:৫৯:০৭

ফিফা বিশ্বকাপ ২০২৬: সরাসরি বিশ্বকাপে যাচ্ছে যে দলগুলো-বাদ পড়লেন যারা

সরকার ফারাবী: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। এবারের আসর হবে নতুন ফরম্যাটে, যেখানে ঐতিহ্যগত ৩২ দলের বদলে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে। দল বাড়ায় বাছাইপর্বের প্রতিদ্বন্দ্বিতাও ছিল আগের তুলনায় অনেক বেশি কঠিন ও রোমাঞ্চকর।

মঙ্গলবার রাতে বাছাইপর্বের শেষ রাউন্ড সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অন্যান্য মহাদেশ থেকে মোট ৪২টি দেশ সরাসরি মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। আলোচিত দলগুলির মধ্যে রয়েছে কুরাকাও যারা বড় চমক দেখিয়েছে এবং মাত্র পাঁচ লাখ জনসংখ্যার কেপ ভের্দে, যারা ফুটবল ইতিহাসে অনন্য কীর্তি গড়েছে।

এখনও বিশ্বকাপের ৬টি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলো পূরণ করতে লড়াই করবে মোট ২২টি দল প্লে-অফে। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো কোনো বাছাই ছাড়াই চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে।

মহাদেশভিত্তিক বিশ্বকাপ নিশ্চিত দলসমূহ

এশিয়া (AFC)

এশিয়ান অঞ্চলে দাপট দেখিয়ে ৮টি দল সরাসরি বিশ্বকাপে উঠেছে। তারা হল-

অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান।এছাড়া আরও একটি এশীয় দেশ প্লে-অফের মাধ্যমে সুযোগ পাবে।

ইউরোপ (UEFA)

৫৪ দল নিয়ে বাছাইপর্বের পর ১২টি দেশ চূড়ান্ত পর্বে নিশ্চিত জায়গা করে নিয়েছে-

অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন ও সুইসারল্যান্ড।

দক্ষিণ আমেরিকা (CONMEBOL)

কঠিনতম বাছাইপর্ব হিসেবে পরিচিত দক্ষিণ আমেরিকা থেকে ৬টি দেশ সরাসরি সুযোগ পেয়েছে-

আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে।এই অঞ্চলের আরও একটি দল প্লে-অফে সুযোগ পাবে।

আফ্রিকা (CAF)

এবার আফ্রিকা থেকে ৯টি দল জায়গা নিশ্চিত করেছে। তারা হল-

আলজিরিয়া, কেপ ভের্দে, মিশর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া।বিশেষভাবে উল্লেখযোগ্য মাত্র পাঁচ লাখ লোকসংখ্যার কেপ ভের্দে বিশ্বকাপের মূলপর্বে উঠে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস লিখেছে।

CONCACAF ও ওশিয়ানিয়া (OFC)

CONCACAF অঞ্চল থেকে কুরাকাও, হাইতি ও পানামা সরাসরি বিশ্বকাপে যাচ্ছে।ওশিয়ানিয়া থেকে নিউজিল্যান্ড পেয়েছে একমাত্র সরাসরি টিকিট।

অবশিষ্ট ৬ দল নির্ধারণ চূড়ান্ত লড়াই শুরু

ইউরোপিয়ান প্লে-অফ

গ্রুপ রানার্স-আপ দল এবং নেশন্স লিগের পারফরম্যান্স বিবেচনায় আরও কিছু দল এখানে সুযোগ পাবে।

এদের মধ্য থেকে ৪টি দল বিশ্বকাপে উঠবে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্যপোল্যান্ড, ওয়েলস, ইতালি।

ইন্টার-কন্টিনেন্টাল প্লে-অফ

আগামী মার্চে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ প্লে-অফ। এতে অংশ নেবে-

বলিভিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ইরাক, জামাইকা, নিউ ক্যালিডোনিয়া ও সুরিনাম।এখান থেকে ২টি দল বিশ্বকাপে জায়গা পাবে।

ট্যাগ: বিশ্বকাপ বাছাইপর্ব বাংলাদেশ ফুটবল নিউজ FIFA World Cup 2026 Football News Today ইউরোপ বিশ্বকাপ বাছাই World Cup qualifiers 48 teams World Cup 2026 World Cup qualified teams AFC World Cup qualifiers UEFA qualifiers 2026 CONMEBOL World Cup teams CAF World Cup teams CONCACAF World Cup 2026 Curacao World Cup Cape Verde World Cup World Cup playoff 2026 Intercontinental Playoff European Playoff 2026 USA World Cup 2026 Mexico World Cup 2026 Canada World Cup 2026 World Cup latest updates 2026 qualifiers list South America football Africa football qualifiers Asia football qualifiers World Cup final list FIFA 2026 updates ফুটবল বিশ্বকাপ ২০২৬ ২০২৬ বিশ্বকাপ দল তালিকা আফ্রিকা বিশ্বকাপ দল এশিয়া বিশ্বকাপ দল দক্ষিণ আমেরিকা ফুটবল কেপ ভের্দে বিশ্বকাপ কুরাকাও ফুটবল বিশ্বকাপ প্লে-অফ ২০২৬ ইউরোপীয়ান প্লে-অফ ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ বিশ্বকাপ সরাসরি কোয়ালিফাই ফুটবল নিউজ আজ মেক্সিকো বিশ্বকাপ আয়োজন কানাডা বিশ্বকাপ আয়োজন যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আয়োজন আফ্রিকা ফুটবল নিউজ এশিয়া ফুটবল বাছাই CONMEBOL বাছাই UEFA World Cup Qualifier CAF ফুটবল বাছাই বিশ্বকাপ ৪৮ দল ২০২৬ বিশ্বকাপ আপডেট

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ