ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

মিজানুর রহমান আজহারি জামায়াতের প্রার্থী? গুজব নাকি সত্য

২০২৫ নভেম্বর ১৯ ১৮:২৬:০৩

মিজানুর রহমান আজহারি জামায়াতের প্রার্থী? গুজব নাকি সত্য

মো: আবু তাহের নয়ন:সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি তথ্য দ্রুত ছড়িয়ে পড়েছে, যা দাবি করেছে যে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন। এই খবরটি প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, অনেকেই বিষয়টিকে সত্য ধরে নিয়ে ড. আজহারিকে অভিনন্দন জানাতে শুরু করেন।

তবে জামায়াতের পক্ষ থেকে তা সম্পূর্ণ গুজব হিসেবে উড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের সাংবাদিকদের জানান, ‘মিজানুর রহমান আজহারিকে জামায়াত থেকে মনোনয়ন দেওয়া হবে’—এ ধরনের খবর ভিত্তিহীন এবং এমন কোনো সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রার্থিতা সম্পর্কিত কোনো তথ্য গ্রহণ করার আগে যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি, যাতে ভুয়া খবরের প্রভাবে বিভ্রান্তি তৈরি না হয়।

এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের কারণে অনেকেই বিষয়টিকে সত্য মনে করেছিলেন। কিন্তু দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, ড. মিজানুর রহমান আজহারি জামায়াত থেকে মনোনয়ন পাননি। এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হিসেবে কাজ করছে যে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো রাজনৈতিক খবরের সত্যতা যাচাই করা অপরিহার্য।

সর্বশেষ, এ ধরনের গুজব প্রতিরোধ ও জনগণের বিভ্রান্তি এড়ানোর জন্য দৃষ্টি রাখতে হবে এবং শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপরই আস্থা রাখতে হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত