ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

লোকসান কাটিয়ে মুনাফার প্রত্যাশায় বিনিয়োগকারীরা

২০২৫ নভেম্বর ১৯ ১৫:১১:২৯

লোকসান কাটিয়ে মুনাফার প্রত্যাশায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক পতন থেকে বেরিয়ে টানা উত্থানের ধারায় ফিরেছে শেয়ারবাজার। গত তিন কর্মদিবসের মতো আজও (১৯ নভেম্বর) উত্থান অব্যাহত রয়েছে। তবে পূর্ববর্তী দিনগুলোর ধারাবাহিক দরপতনে যে পরিমাণ লোকসান হয়েছে, তা এখনো পুষিয়ে না ওঠায় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছেন না। তাদের প্রত্যাশা—আগামী দিনগুলোতে যদি এই উত্থান অব্যাহত থাকে, তবে লোকসান কাটিয়ে মুনাফা অর্জন করা সম্ভব হবে।

এই কারণে শেয়ার ধরে রাখায়, আজ সূচক ও বেশিরভাগ কোম্পানির দর বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কম হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০১.৩৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯.৪০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৩.৪৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৭৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩১০টির দর বেড়েছে, ৩৬টির দর কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৪২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫৪ কোটি ৯৮ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৮টির, কমেছে ২৩টির এবং পরিবর্তন হয়নি ৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩০.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৭.১০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৬৬.১৭ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (১৯ নভেম্বর)

আজকের মুদ্রা বিনিময় হার (১৯ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিশ্বব্যাপী সম্প্রসারিত হওয়ায় মুদ্রা বিনিময়ের চাহিদাও দিন দিন বাড়ছে। লেনদেন সহজ করতে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে... বিস্তারিত