ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

তিন দফা দাবিতে শিক্ষা ক্যাডারের প্রভাষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

ডুয়া নিউজ

২০২৫ নভেম্বর ১৬ ২০:২০:১২

তিন দফা দাবিতে শিক্ষা ক্যাডারের প্রভাষকদের মানববন্ধন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতিসহ তিন দফা দাবিতে রাজধানীতে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছেন।

রোববার (১৬ নভেম্বর) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ ঢাকা কলেজ ইউনিটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেছেন যে, সব শর্ত পূরণ করা সত্ত্বেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতির কারণে তারা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাচ্ছেন না। তারা জানান, রাতারাতি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার ফলে বিসিএস ক্যাডারদের সঙ্গে সেসব প্রতিষ্ঠানের শিক্ষকরাও পদোন্নতি চাচ্ছেন, যা শিক্ষা ক্যাডারদের জন্য অন্যায়। তারা বলছেন, অন্য সব ক্যাডারে নিয়মিত পদোন্নতি হলেও শিক্ষা ক্যাডারের প্রভাষকরা বঞ্চিত হচ্ছেন।

শিক্ষকদের সূত্রে জানা গেছে, ৩২তম ও ৩৩তম বিসিএস ব্যাচের চার শতাধিক প্রভাষক চাকরিতে যোগদানের এক যুগ পরেও প্রথম পদোন্নতি পাননি। এছাড়া ৩৪তম বিসিএস ১০ বছর, ৩৫তম বিসিএস নয় বছর, ৩৬তম বিসিএস আট বছর ও ৩৭তম বিসিএস থেকে সাত বছর পার করলেও পদোন্নতি পাচ্ছেন না।

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক শামীম আহম্মেদ বলেন, "বিসিএস পরীক্ষা না দিয়ে অনেকে রাতারাতি ক্যাডার হয়ে যাচ্ছেন বেসরকারি কলেজ জাতীয়করণের কারণে। তারা আমাদের চেয়ে সিনিওরিটি চাচ্ছেন। এদিকে আমাদের দীর্ঘদিন ধরে পদোন্নতি হচ্ছে না। আমরা পদোন্নতির সব শর্ত পূরণ করেছি। আমাদের পদোন্নতি দিলে সরকারের আর্থিক কোনো ক্ষতি হবে না। কারণ আমরা আগেই সে বেসিক বেতন অতিক্রম করেছি।" তিনি দ্রুত পদোন্নতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শিক্ষকদের তিন দফা দাবিগুলো হলো: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে; শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০০০ বিধির কলেজগুলোর জাতীয়করণের তারিখ থেকে ক্যাডারভুক্তির নিয়মিতকরণের অবৈধ প্রজ্ঞাপনগুলো বাতিল করতে হবে; এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত প্রভাষকদের পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত