ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

অবশেষে কাতারের মধ্যস্থতায় শান্তির পথে কঙ্গো

২০২৫ নভেম্বর ১৫ ২১:০৭:০০

অবশেষে কাতারের মধ্যস্থতায় শান্তির পথে কঙ্গো

আন্তর্জাতিক ডেস্ক: হাজারো প্রাণহানির পর অবশেষে মধ্য আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি) এবং এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয় কাতারের রাজধানী দোহায়, যেখানে উভয় পক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সূত্র: রয়টার্স, এপি।

রয়টার্স ও এপি জানিয়েছে, চলতি বছরের সংঘর্ষে পূর্ব কঙ্গোতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় চুক্তির খসড়া স্বাক্ষরিত হলেও, পুরোপুরি বাস্তবায়নের জন্য এখনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবশিষ্ট আছে।

মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ দূত মাসাদ বুলুস জানিয়েছেন, চুক্তিটি আটটি প্রোটোকল নিয়ে গঠিত, যার মধ্যে ছয়টির বাস্তবায়ন এখনও অসম্পূর্ণ। তিনি বলেন, এটি এমন কোনো সুইচ নয় যা অন-অব করে দেওয়া যাবে; এটি একটি প্রক্রিয়া যা সময় ও আস্থা চায়।

জানুয়ারিতে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী পূর্ব কঙ্গোর বৃহত্তম শহর গোমা দখল করার চেষ্টা চালায়। শহরে সংঘর্ষ ও গোলাগুলির কারণে হাজার হাজার মানুষ পালিয়ে যায়। এম২৩-এর এই হামলাকে গোমা ও খনিজসম্পদ সমৃদ্ধ কিভু প্রদেশে দখলের প্রচেষ্টা হিসেবে দেখা হয়। তবে রুয়ান্ডা অভিযোগ অস্বীকার করেছে।

যদিও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কঙ্গোর বিভিন্ন এলাকায় সহিংসতা এখনও চলছেই। নর্থ কিভু প্রদেশে আইএস সমর্থিত জঙ্গিদের হামলায় শুক্রবার ২৮ জন নিহত হয়েছেন।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফি বলেন, শান্তি বল প্রয়োগ করে চাপিয়ে দেওয়া যায় না; এটি গড়ে ওঠে আস্থা, পারস্পরিক সম্মান ও আন্তরিক প্রতিশ্রুতির মাধ্যমে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত