ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

ঢাবি শিক্ষার্থীদের জন্য মাসিক ৫ হাজার টাকার বৃত্তি, যেভাবে আবেদন করবেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

ডুয়া নিউজ

২০২৫ নভেম্বর ১৫ ১৯:১২:৫১

ঢাবি শিক্ষার্থীদের জন্য মাসিক ৫ হাজার টাকার বৃত্তি, যেভাবে আবেদন করবেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক 'আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা বৃত্তি ২০২৪-২০২৫' প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বৃত্তির আওতায় মেধা ও আর্থিক দিক থেকে অনগ্রসর ১৪০ (একশত চল্লিশ) জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা করে এক বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে।

আবেদন ফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট du.ac.bd থেকে সংগ্রহ করা যাবে। সংযুক্ত ফর্ম অনুযায়ী আবেদনপত্র পূরণ করে বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সীলসহ আগামী ৩১/১১/২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসের ২০৭ নং কক্ষে জমা দিতে হবে। উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না।

আবেদনপত্রের শর্তাবলী:

১। জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম সনদের ফটোকপি।

২। প্রত্যয়ন পত্র।

৩। অভিভাবকের আয়ের সনদের ফটোকপি।

৪। আবেদনপত্রে বিভাগীয় প্রধানের স্বাক্ষর।

৫। এইড এস সি মার্কশিটের ফটোকপি।

৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি স্লিপের ফটোকপি।

৭। প্রতিবন্ধী সনদপত্র (যদি থাকে)।

বিজ্ঞপ্তির বিস্তারিত:

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত