ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

‘মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানি না’

২০২৫ নভেম্বর ১৫ ১৪:০১:০২

‘মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানি না’

নিজস্ব প্রতিবেদক: তাহরীকে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, মুসলমানদের মৌলিক দাবি যদি সংবিধানে প্রতিফলিত না হয়, তবে সেই সংবিধানকেই তারা মান্য করতে বাধ্য মনে করেন না।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে দিতব্য বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আল্লাহ তাআলা দেড় হাজার বছর আগে হজরত মুহাম্মদ (সা.)–কে শেষ নবী হিসেবে প্রেরণ করেন এবং তার মাধ্যমেই নবুওয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। তিনি জোর দিয়ে বলেন, তাঁর পর আর কোনো নবী–রাসূল ছিলেন না, নেই এবং কেয়ামত পর্যন্ত আসবেও না এটাই খতমে নবুওয়তের মৌলিক বিশ্বাস এই বিশ্বাস অস্বীকার করলে কেউ মুসলমান থাকতে পারে না।

তিনি বলেন, দেশের প্রচলিত রাজনীতির অনেক নেতৃত্ব ‘সেক্যুলার রাজনীতি’র নাম করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দিতে অনীহা প্রকাশ করে। প্রশ্ন রেখে তিনি বলেন, সেক্যুলার রাষ্ট্র মানে কি শুধু অমুসলিমদের স্বার্থ রক্ষা করা? দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দাবিকে কেন অবহেলা করা হবে?

তার দাবি, দেশের প্রকৃত মালিক হলো প্রকৃত মুসলমানরা। তাদের দেওয়া ট্যাক্স-ভ্যাটেই সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল চলে, তাই তাদের ধর্মীয় অনুভূতি ও মৌলিক দাবির প্রতিফলন সংবিধানে থাকা জরুরি। তা না হলে সেই সংবিধানকে তারা গ্রহণযোগ্য মনে করেন না বলেও জানান আব্বাসী।

এনায়েতুল্লাহ আব্বাসীর ভাষ্য, খতমে নবুওয়তের আদর্শ রক্ষার সংগ্রামই সবচেয়ে বড় জিহাদ, আর এ আন্দোলনই মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত