ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ১৩ ব্যাংকের

২০২৫ নভেম্বর ১৫ ১২:২০:০৩

তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ১৩ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৬টির মধ্যে ৩৪টি ব্যাংক ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ১৩ ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। একই সময়ে ইপিএস কমেছে ১৪টির, অপরিবর্তিত একটির এবং ধারাবাহিক লোকসানে রয়েছে ৬টি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইপিএস বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

ব্র্যাক ব্যাংক

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৩ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৫ পয়সা।

অর্থবছরের প্রথম নয় মাসে বা তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির ইপিএস হয়েছে ৬ টাকা ০৯ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৩৭ পয়সা।

সিটি ব্যাংক

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৭ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৩২ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৯৬ পয়সা।

ডাচ্ বাংলা ব্যাংক

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৩৫ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৫ পয়সা।

ইস্টার্ন ব্যাংক

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৬ পয়সা, আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৮৮ পয়সা ।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৬৬ পয়সা,

আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৯০ পয়সা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৫৫ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ৬২ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৬ পয়সা।

যমুনা ব্যাংক

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১৩ পয়সা, আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা ।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৪৪ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ৪০ পয়সা ।

মিডল্যান্ড ব্যাংক

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৯ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ৬০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৫২ পয়সা।

এনআরবিসি ব্যাংক

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৫ পয়সা, আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল প্রায় ১৩ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৯ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল প্রায় ৮৬ পয়সা।

একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ২০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৮.৭৭ পয়সা।

প্রাইম ব্যাংক

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৬৩ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ৫ টাকা ৪২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ২৭ পয়সা।

সাউথইস্ট ব্যাংক

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৬ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৭ পয়সা।

স্ট্যান্ডার্ড ব্যাংক

তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১৮ পয়সা, আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৭ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস সমন্বিত ইপিএস হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৪৮ পয়সা।

ট্রাস্ট ব্যাংক

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ২৪ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ৬৬ পয়সা।

উত্তরা ব্যাংক

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর‘২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ২৬ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২৬ পয়সা।

এদিকে ঢাকা ব্যাংকের ইপিএস অপরিবর্তিত রয়েছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা। চলতি বছরেও আগের বছরের একই পরিমাণ ইপিএস হয়েছে।

অর্থবছরের প্রথম নয় মাসে বা তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৭ পয়সা।

এএসখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত