ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে পাশে চাই: ঢাবি উপাচার্য
.jpg)
ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করে। আমরাও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের উন্নয়ন সহযাত্রী হিসাবে পাশে পেতে চাই। হাতে হাত রেখে আমরা একসাথে চলতে চাই।”
ড. নিয়াজ আহমদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়নের জন্য সরকারের উপর আমাদের নির্ভরতা কমাতে হবে। আমরা আমাদের মেরুদন্ড শক্ত করতে চাই। যে কারণে আমাদের উন্নয়ন কর্মকান্ডে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে বেশি করে সম্পৃক্ত করতে চাই।”
আজ বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিভিন্ন হলের প্রভোস্টগণ।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানির নেতৃত্বে ডুয়া’র প্রতিনিধিদলে ছিলেন সৈয়দ আমিনুর রহমান মাইকেল, শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আবদুস সাত্তার মিয়াজী, মোস্তাফিজুর রহমান, বায়েজীদ বোস্তামী, রশিদ আহমেদ মামুন, মো. তহা ও ড. শরীফুল ইসলাম দুলু।
ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, ১০০ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ১০০ কোটি টাকার অনুদান তহবিল নিয়ে আমরা অগ্রসর হতে চাই। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা, আমাদের ভালো লাগার জায়গা। এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা আরও বেশি সম্পৃক্ত হতে চাই।”
ডুয়ার সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী বলেন, “আমরা ডুয়ার পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধীদের শতভাগ বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া, শিক্ষার্থীদের বর্তমান বৃত্তির পরিমাণ ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি।
সভায় আবদুল বারী ড্যানী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের প্রতিটিতে ১০০ জন অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে ডুয়ার পক্ষ থেকে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হবে। হলগুলোর প্রভোস্টদের নিকট অবিলম্বে কম্বলগুলো প্রেরণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত