ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

রাজধানীতে কক'টেল তৈরির ফ্যাক্টরি শনাক্ত

২০২৫ নভেম্বর ১৪ ২১:০০:৪০

রাজধানীতে কক'টেল তৈরির ফ্যাক্টরি শনাক্ত

রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পে পুলিশ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেনেভা ক্যাম্পে ককটেল তৈরি করা একটি ফ্যাক্টরির সন্ধান মিলেছে। ভবনের ছাদ থেকে বিপুল সংখ্যক ককটেল ও তাদের তৈরিতে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর ব্লকে বুনিয়া সোহেলের বাসার পাশের একটি ভবনেই ককটেল তৈরি করা হচ্ছিল।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত