ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

মালদ্বীপে বাংলাদেশি আলমগীরের অকাল মৃত্যু

২০২৫ নভেম্বর ১৪ ১৬:৪৪:৪২

মালদ্বীপে বাংলাদেশি আলমগীরের অকাল মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :মালদ্বীপে কর্মরত বাংলাদেশি আলমগীরের অকাল মৃত্যু ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) দেশটির পুলিশ ও জাতীয় প্রতিরক্ষা বাহিনী (এমএনডিএফ) তার মরদেহ উদ্ধার করে। নিহত আলমগীরের পরিবারের কাছে এই খবর পৌঁছানোর পর শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, আলমগীর মাত্র তিন দিন আগে মালদ্বীপে পৌঁছেছিলেন। সেখানে তিনি ফয়সালা নামের একটি পণ্যবাহী নৌকায় কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর অবিলম্বে তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

আলমগীরের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নন্দনিয়া গ্রামে। স্থানীয়রা জানান, আলমগীর ছিলেন পরিশ্রমী এবং পরিবারের মুখের হাসি বজায় রাখার জন্য পরিশ্রমে নেমে গেছেন। এখন তার অকাল মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে।

মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে হাইকমিশন দ্রুত ব্যবস্থা নিচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আলমগীরের পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত