ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

আলিম পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ রোববার

২০২৫ নভেম্বর ১৪ ১৩:০৪:২৮

আলিম পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ রোববার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আলিম পরীক্ষা-২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষর করেছেন।

বোর্ড জানিয়েছে, পুনঃনিরীক্ষিত আলিম পরীক্ষার ফল আগামী ১৬ নভেম্বর সকাল ১০টায় অনলাইনে দেখার সুযোগ থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে এবং আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলের তথ্য পাঠানো হবে।

আবেদনকারীদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখার জন্য অনুরোধ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত