ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ আ.লীগের, আটক ৩

২০২৫ নভেম্বর ১৩ ২০:০৩:১২

ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ আ.লীগের, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের অন্তত পাঁচটি এলাকায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টা থেকে প্রায় ৬ ঘণ্টা অবরোধ করে রাখেন দলটির নেতাকর্মীরা। দেশীয় অস্ত্র হাতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুর ১২টার দিকে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

অবরোধ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদী ও পুলিয়া এলাকায় এবং ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর ও পুখুরিয়া এলাকায় আওয়ামী লীগ কর্মীরা অবস্থান নেন। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতেও যান চলাচল কমে যায়। অবরোধের সময় কয়েকজন নারীকেও স্লোগান দিতে দেখা যায়, এমনকি কিছু শিশুও উপস্থিত ছিল।

বেলা ১১টার দিকে নুরপুর বটতলা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা অবরোধকারীদের ঠেকাতে অবস্থান নেন। এসময় এনসিপির উপজেলা সমন্বয়কারী মোহাম্মাদ আশরাফের নেতৃত্বে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতদের মধ্যে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক আরিফুর রহমান পথিক রয়েছেন।

ফরিদপুর পরিবহন মালিক ও শ্রমিক কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আন্তজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন গোল্ডেন লাইন বাস কাউন্টারের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান এবং ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন নিশ্চিত করেছেন যে, দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের সময় আটক তিন ব্যক্তি থানা হেফাজতে রয়েছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত