ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্ট মুদ্রা উৎপাদন
আন্তর্জাতিক ডেস্ক: ফিলাডেলফিয়া মিন্ট আগামী বুধবার শেষবারের মতো এক সেন্ট মুদ্রা (পেনি) তৈরি করবে। এর মাধ্যমে ১৭৯৩ সালে শুরু হওয়া মার্কিন পেনি উৎপাদনের ২৩০ বছরেরও বেশি সময়ের ইতিহাসের সমাপ্তি ঘটবে।
সরকার জানিয়েছে, যদিও মুদ্রাগুলো লেনদেনের জন্য ব্যবহারযোগ্য থাকবে, নতুন করে আর কোনো পেনি তৈরি হবে না। ব্যবসাগুলো ইতিমধ্যেই দাম সামঞ্জস্য করতে শুরু করেছে, কারণ পেনি এখন খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠছে। সরকারের মতে, এই পদক্ষেপ রাষ্ট্রীয় ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে এই পরিকল্পনা ঘোষণা করে বলেছিলেন, ‘আমাদের দেশের বাজেট থেকে অপচয় দূর করতে হবে, যদি তা এক পেনি করেও হয়।’
বর্তমানে গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের প্রতিকৃতিযুক্ত পেনিগুলো তামা-আবৃত দস্তা দিয়ে তৈরি হয়। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, এক পেনি তৈরি করতে প্রায় ৪ সেন্ট খরচ হয়, যা গত এক দশকের তুলনায় দ্বিগুণেরও বেশি। উৎপাদন বন্ধের মাধ্যমে সরকার বছরে প্রায় ৫৬ মিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবে।
কর্মকর্তারা জানিয়েছেন, ইলেকট্রনিক লেনদেনের যুগে পেনির প্রয়োজন দ্রুত হ্রাস পাচ্ছে। ট্রেজারির হিসাব অনুযায়ী, বর্তমানে প্রায় ৩০০ বিলিয়ন পেনি প্রচলনে আছে, যা প্রকৃত চাহিদার তুলনায় অনেক বেশি। এসব কয়েনের বড় অংশ ব্যবহার হয়নি। ২০২২ সালের এক সরকারি বিশ্লেষণে দেখা গেছে, মানুষ এগুলোকে অপ্রয়োজনীয় বা বিনিময়ের অনুপযুক্ত মনে করে ব্যবহার করছে না।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ব্যবসাগুলো এখন দামকে নিচের দিকের বদলে উপরের দিকের পূর্ণ সেন্টে নির্ধারণ করছে, যার ফলে ক্রেতাদের খরচ কিছুটা বেড়ে যেতে পারে। রিচমন্ড ফেডারেল রিজার্ভের গবেষণায় বলা হয়েছে, এই পরিবর্তনের ফলে মার্কিন ভোক্তাদের বছরে প্রায় ৬ মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রে এখন ‘নিকেল’ নিয়েও আলোচনা চলছে। পাঁচ সেন্টের এই কয়েন তৈরি করতে খরচ হয় প্রায় ১৪ সেন্ট। রিচমন্ড ফেডের গবেষণায় বলা হয়েছে, নিকেল উৎপাদন বন্ধ হলে এর প্রভাব আরও বড় হবে, যা মার্কিন ভোক্তাদের বছরে প্রায় ৫৫ মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয়ে ফেলতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা