ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ

২০২৫ নভেম্বর ১৩ ১৩:২৬:৩০

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্র ফের ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে বিষয়টি জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এক বিবৃতিতে জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মানববিহীন বিমান (ইউএভি) উৎপাদনকে সহায়তা করা একাধিক ক্রয় নেটওয়ার্কে জড়িত ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নতুন করে নিষিদ্ধ করা হয়েছে।

ওএফএসি জানিয়েছে, এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি এবং ইউক্রেনে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিকে সীমিত করার চেষ্টা করা হচ্ছে।

ইরান এই অভিযোগের জবাবে বহুবার দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রকৃতির। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নতুন নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার নতুন মাত্রা হিসেবে দেখছেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত