ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
স্বাস্থ্যখাতে আমূল সংস্কারের আহ্বান তাসনিম জারার
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি বলেন, বর্তমান স্বাস্থ্যব্যবস্থা কোথাও কার্যকরভাবে কাজ করছে না—এটি পরিবর্তন না করলে জনগণের মৌলিক স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না।
বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে স্বাস্থ্য, পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
তাসনিম জারা বলেন, ঢাকা মেডিকেলে গেলে দেখা যায়, রোগীরা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। যেখানে একজনের শোয়ারও জায়গা নেই, সেখানে দুই-তিনজনকে একসঙ্গে চিকিৎসা নিতে হচ্ছে। আমরা তো সুস্থ অবস্থায় মেঝেতে শুই না, অথচ অসুস্থ মানুষদের এমন অবস্থায় থাকতে হচ্ছে—এটাই আমাদের স্বাস্থ্য খাতের বাস্তব চিত্র।
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতের বর্তমান দুরবস্থা মূলত দীর্ঘদিনের দুর্নীতি, অপব্যবস্থাপনা ও ভুল অর্থায়নের ফল। এটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, রাজনৈতিক ব্যর্থতাও। এখন সময় এসেছে সম্পূর্ণ কাঠামোগত পরিবর্তনের।
এনসিপির এই নেতা জানান, জাতীয় নাগরিক কমিটি ও পার্টি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে বহু সমস্যা শনাক্ত করেছে। তাদের লক্ষ্য এখন—সবার জন্য স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা এবং একটি টেকসই, ন্যায়ভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা।
জরুরি চিকিৎসা সেবার দুর্বলতা তুলে ধরে তাসনিম জারা বলেন, আমাদের দেশে হার্ট অ্যাটাক বা দুর্ঘটনায় আহত রোগীরা দ্রুত চিকিৎসা পান না। হাসপাতালে পৌঁছাতে দেরি হয়, চিকিৎসা শুরু হতেও সময় লাগে। আমরা প্রস্তাব দিয়েছি—রোগীকে যখনই অ্যাম্বুলেন্সে তোলা হবে, তখন থেকেই চিকিৎসা শুরু করতে হবে। সৌভাগ্যক্রমে স্বাস্থ্য সংস্থা কমিশন এই প্রস্তাব গ্রহণ করেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক