ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
জাপানের এনইএফ বৃত্তি পেলেন যারা
সরকার ফারাবী
সিনিয়র রিপোর্টার
সরকার ফারাবী: জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ বৃত্তি অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০ জন মেধাবী শিক্ষার্থী। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এনইএফ বৃত্তির সপ্তম ও অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির অর্থ তুলে দেন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদার ক্ষেত্রে বৈষম্য এখনও বিদ্যমান। অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক সমস্যার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তাই বৃত্তি প্রদানের ক্ষেত্রে কেবল মেধা নয়, আর্থিক অবস্থাকেও গুরুত্ব দিতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, বৃত্তির অর্থ যথাযথভাবে ব্যয় করতে হবে। এই অর্থ শুধু সহায়তা নয়, এটি দায়িত্ববোধ ও সঠিক পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, এবং এনইএফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনভেনার অধ্যাপক এ এইচ এম সা’দৎ হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং এনইএফ-এর এই উদ্যোগের প্রশংসা করেন।
উল্লেখ্য, এনইএফ বৃত্তি মূলত পরিবেশ সংরক্ষণ, জীববিজ্ঞান ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়। এটি বাংলাদেশের তরুণ গবেষকদের আন্তর্জাতিক গবেষণায় সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে এবং তাদের ভবিষ্যৎ একাডেমিক যাত্রায় সহায়তা করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)