ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

ডিভিডেন্ড-ইপিএস প্রকাশ করবে ২০ কোম্পানি

২০২৫ নভেম্বর ১১ ১৬:৫১:২৭

ডিভিডেন্ড-ইপিএস প্রকাশ করবে ২০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০টি কোম্পানি তাদের আর্থিক ফলাফল প্রকাশের জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে ১৯টি কোম্পানি তাদের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, অর্থাৎ শেয়ারপ্রতি আয় (ইপিএস) অনুমোদনের জন্য সভার তারিখ জানিয়েছে।

পাশাপাশি, অন্য ১টি কোম্পানি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানাতে পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে, সেগুলো নাম, বোর্ড সভার তারিখ ও সময় নিচে উল্লেখ করা হলো—

ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি

১৩ নভেম্বর, ২০২৫, বৃহস্পতিবার

শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

নাভানা সিএনজি লিমিটেড: বিকাল ৪:৩০ টায় (প্রথম প্রান্তিক)

আফতাব অটো: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

ডোমিনেজ স্টিল: দুপুর ২:৩০ টায় (প্রথম প্রান্তিক)

বিডি থাই ফুড: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

একমি পেস্টিসাইডস লিমিটেড: দুপুর ২:৪৫ টায় (প্রথম প্রান্তিক)

ফার কেমিক্যাল: বিকাল ৪:০০ টায় (প্রথম প্রান্তিক)

রহিমা ফুড: বিকাল ৪:০০ টায় (প্রথম প্রান্তিক) (পুনঃনির্ধারিত)

এম.এল. ডাইং লিমিটেড: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

১৪ নভেম্বর, ২০২৫, শুক্রবার

ওয়াটা কেমিক্যালস লিমিটেড: সকাল ৯:০০ টায় (প্রথম প্রান্তিক)

মুন্নো ফেব্রিক্স: সকাল ১১:৩০ টায় (প্রথম প্রান্তিক) (পুনঃনির্ধারিত)

১৫ নভেম্বর, ২০২৫, শনিবার

ফার্মা এইডস: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

ওরিয়ন ফার্মা: বিকাল ৪:০০ টায় (প্রথম প্রান্তিক)

ওরিয়ন ইনফিউশন: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

লিগ্যাসি ফুটওয়্যার: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

১৬ নভেম্বর, ২০২৫, রবিবার

ম্যাগুরাপ্লেক্স: বিকাল ৪:০০ টায় (প্রথম প্রান্তিক)

মনোস্পুল: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

ফু-ওয়াং সিরামিক: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

ডিভিডেন্ড ঘোষণা করবে ১ কোম্পানি

১৭ নভেম্বর, ২০২৫, সোমবার

সিলকো ফার্মাসিউটিক্যালস: বিকাল ৩:৩০ টায়

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার

আজকের মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার লেনদেনও গুরুত্বপূর্ণ... বিস্তারিত