ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল

২০২৫ নভেম্বর ১১ ১৩:০২:৪৫

আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক :নির্বাচন কমিশন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি প্রচারের নিয়মকানুন আরও শক্ত করেছে। নতুন আচরণবিধিতে প্রার্থীদের এবং তাদের নির্বাচনি এজেন্টদের অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার, মিথ্যা তথ্য প্রচার, ঘৃণাত্মক বক্তব্য বা চরিত্রহনন সহ যেকোনো ক্ষতিকর কনটেন্ট তৈরি ও প্রচারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কোনো প্রার্থী বা নির্বাচনী এজেন্ট তাদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে চাইলে সংশ্লিষ্ট একাউন্টের নাম, আইডি, ই-মেইল ও অন্যান্য শনাক্তকরণ তথ্য আগেভাগে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে।

আচরণবিধিতে আরও বলা হয়েছে, ভোটের প্রচারে ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করা যাবে না। প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু বা কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে আক্রমণাত্মক বা উসকানিমূলক ভাষা ব্যবহার নিষিদ্ধ। প্রচারের সকল কনটেন্ট শেয়ার বা প্রকাশের আগে সত্যতা যাচাই করা বাধ্যতামূলক। বিদেশে জনসভা, পথসভা, সভা-সমাবেশ বা কোনো প্রচারণা পরিচালনা করা যাবে না।

পোস্টার, ড্রোন ও কোয়াডকপ্টার ব্যবহারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এক প্রার্থী তার সংসদীয় আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবে, দৈর্ঘ্য সর্বোচ্চ ১৬ ফুট ও প্রস্থ ৯ ফুট হতে হবে। ডিজিটাল বিলবোর্ডে কেবল আলো ও বিদ্যুতের ব্যবহার অনুমোদিত। ব্যানার, ফেস্টুন, লিফলেটের পলিথিন বা প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। প্রচারে শব্দের মাত্রা ৬০ ডেসিবেল অতিক্রম করতে পারবে না।

নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রার্থীকে আচরণবিধির সব বিধান মেনে চলার অঙ্গীকারনামা জমা দিতে হবে। যদি প্রার্থী বা তার সহযোগী বিধিনিষেধ লঙ্ঘন করে, তবে নির্বাচন কমিশন আইনানুগ শাস্তির পাশাপাশি প্রার্থিতা বাতিলের আদেশ দিতে পারবে। এছাড়া, গণমাধ্যমের সংলাপ ও সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণা করার ব্যবস্থা রাখা হয়েছে। এতে ভোটারদের কাছে প্রার্থীর প্রতিশ্রুতি ও নীতি স্পষ্টভাবে পৌঁছানো সম্ভব হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত