ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৩ নভেম্বরের কর্মসূচি প্রতিহত করা হবে: ঘোষণা ছাত্রদলের

২০২৫ নভেম্বর ১১ ০০:১৬:৫৯

১৩ নভেম্বরের কর্মসূচি প্রতিহত করা হবে: ঘোষণা ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের কর্মসূচির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান এই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাবির টিএসসি এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা আসে।

বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ও ভিসি চত্বর ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মুমিনুল ইসলাম জিসান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেছিল। আগামী ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিও একই ভাবে প্রতিহত করা হবে। তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে এবং ছলচাতুরী শুরু করেছে।

জিসান আরও বলেন, জুলাইয়ে যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছিল, সেভাবে ১৩ তারিখে ঢাকা শহরের অলিগলিতে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ শুরু করেছে এবং মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছে।

ছাত্রদলের এই নেতা বলেন, আওয়ামী লীগ দেশের অগ্রযাত্রা ও অর্থনীতির চাকা বন্ধ করে দিতে চায়। আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলাও প্রতিহত করা হবে। আগামী ১৩ তারিখে ছাত্রদলসহ জাতীয়তাবাদী শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রা শুরু হবে। আগামী নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে এবং বিএনপির ৩১ দফার আলোকে দেশকে গড়ে তোলার সুযোগ দেবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত