ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

আজ কলি হয়ে আছি, একদিন ফুটবই: নাহিদ ইসলাম

২০২৫ নভেম্বর ১০ ০৮:৩৫:৩৪

আজ কলি হয়ে আছি, একদিন ফুটবই: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: “আমরা আজ কলি হয়ে আছি, ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন একদিন ফুটবই।” জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়ে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এনসিপি অনেক সংগ্রামের মধ্য দিয়ে একটি প্রতীক অর্জন করেছে ‘শাপলাকলি’। এটি শুধু একটি প্রতীক নয়, বরং বাংলার নদীমাতৃক ঐতিহ্য ও শুভ্রতার প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, “অনেকে মনে করেন রাজনীতি ধনীদের বিষয়, যাদের অর্থ ও ক্ষমতা আছে তাদের কাজ। কিন্তু আসলে রাজনীতি নির্ধারণ করে আপনার জীবনের দিকনির্দেশনা, রাষ্ট্র পরিচালনার পথ। তাই রাজনীতি থেকে দূরে থাকা মানে নিজের ভবিষ্যৎ থেকে সরে যাওয়া। এখন সময় এসেছে রাজনীতিকে নিজের করে নেওয়ার।”

এনসিপির আহ্বায়ক বলেন, “গণ-অভ্যুত্থানের সময় রাজনীতিবিদরা আসলেও, প্রকৃত লড়াই করেছে সাধারণ মানুষ। তাই যারা দেশ বদলের অঙ্গীকার রাখেন, পরিকল্পনা নিয়ে এগোতে চান—তাদেরই এখন রাজনীতিতে আসা উচিত। রাজনীতি শুধু টাকাওয়ালা বা প্রভাবশালীদের নয়; এটি হতে হবে জনগণের, সাধারণ মানুষের।”

নাহিদ ইসলাম আরও বলেন, “৫ আগস্ট আমরা সংসদ ভবন দখলমুক্ত করেছিলাম যে সংসদ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সংবিধানকে কুক্ষিগত করা হয়েছিল, রাষ্ট্রকে দলীয়করণ করা হয়েছিল। সেই অবস্থা থেকে দেশকে মুক্ত করতেই আমরা লড়াই করেছি।”

তিনি জানান, ৫ আগস্টের পর থেকে এনসিপি ও বিভিন্ন নাগরিক সংগঠন একসঙ্গে ‘ঐকমত্য কমিশন’ গঠন করে সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করেছে। এতে দেশের নানা সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং একটি সর্বজনগ্রহণযোগ্য সংস্কার রূপরেখা তৈরি হয়েছে।

তার ভাষায়, “সবকিছুই নির্ভর করবে আসন্ন সংসদের ওপর। এই সংসদ হবে একটি সংস্কার পরিষদ, যেখানে আমরা প্রতিশ্রুত পরিবর্তনগুলো বাস্তবায়ন করব। এবারের নির্বাচন তাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক অধ্যায় হয়ে উঠবে।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত