ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন

২০২৫ নভেম্বর ১০ ০০:২৯:০৯

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন

নিজস্ব প্রতিবেদক: দুর্বল পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত হতে যাওয়া ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’–এর পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক রোববার নতুন এই ব্যাংকের নামে সম্মতিপত্র (এলওআই) ইস্যু করেছে।

বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা যায়, প্রস্তাবিত ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকবেন সাত সদস্য, যাঁদের প্রায় সবাই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে। প্রাথমিকভাবে সরকারি মালিকানায় ব্যাংকটি পরিচালিত হবে।

পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন— অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম. সাইফুল্লাহ পান্না, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ।

তবে চূড়ান্ত অনুমোদনের আগে পরিচালনা পর্ষদে কিছু পরিবর্তন আনা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। গত বুধবার সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য এলওআই চেয়ে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল সরকার।

এলওআই পাওয়ার পর এখন যৌথমূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) থেকে কোম্পানির নিবন্ধন নিতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত লাইসেন্স ইস্যু করা হবে।

এদিকে, নতুন ব্যাংকের কার্যক্রম, অর্থ ছাড় এবং প্রশাসনিক কাঠামো নিয়ে রোববার বিকেলে অর্থমন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং অর্থমন্ত্রণালয়ের দুই সচিব।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত