ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সিলেট বিএনপির ৪০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০২৫ নভেম্বর ০৯ ১৮:৪৪:১১

সিলেট বিএনপির ৪০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে বহিষ্কৃত বিএনপির ৪০ নেতার বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ বাতিল করে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করায় বিভিন্ন ওয়ার্ডের মোট ৪৫ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এদের মধ্যে ৪০ জন এবার পদ ফিরে পেলেন। বহিষ্কারাদেশপ্রাপ্তদের মধ্যে ছিলেন সৈয়দ তৌফিকুল হাদী, মুফতি কমর উদ্দিন কামু, মিজানুর রহমান মিঠু, মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন, শাহেদ সিরাজ, ফরহাদ চৌধুরী শামীম, মো. সাঈদুর রহমান জুবের, আব্দুর রহিম মতছির, নজরুল ইসলাম মুনিম, মো. মুজিবুর রহমান, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, সালমান চৌধুরী শাম্মী, বদরুল আজাদ রানা, মামুনুর রহমান মামুন, হুমায়ুন কবির সুহিন, অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ, সেলিম আহমদ রনি, আলী আব্বাস, গোলাম মোস্তফা কামাল, সাহেদ খান স্বপন, জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া, সানর মিয়া, মো. আব্দুল মুকিত, অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর, দুলাল আহমদ, গউছ উদ্দিন পাখী, দেলওয়ার হোসেন নাদিম, দিলওয়ার হোসেন জয়, উসমান হারুন পনির, আলতাফ হোসেন সুমন, আব্দুল হাছিব, সুমন আহমদ সিকদার এবং সংরক্ষিত আসনের সালেহা কবির শেলী, রুহেনা বেগম মুক্তা, অ্যাডভোকেট জহুরা জেসমিন, কামরুন নাহার পিন্নি ও নেহার রঞ্জন পুরকায়স্থ।

দলীয় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে তাদের সবাইকে পুনরায় বিএনপির প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু দলীয় নির্দেশনা অমান্য করে বেশ কয়েকজন নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘ দুই বছর পর কেন্দ্রীয় সিদ্ধান্তে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত