ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

চীনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

২০২৫ নভেম্বর ০৮ ২০:৩৮:৪৯

চীনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ডুয়া ডেস্ক: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চীনের গুয়াংজু শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বৃহত্তর চীন শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি শুক্রবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হয় এবং এর সঞ্চালনা করেন আসিফ হক রুপুর। বিএনপির বৃহত্তর চীন শাখার নেতা মো. সাখাওয়াত হোসেন কানন সভায় সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শাখার নেতৃবৃন্দ শেখ মাহবুবুর রশীদ, ওয়ালী উল্লাহ ওয়ালী, হাসমত আলী মৃধা জেমস, এস এম আল-আমিন, সালাউদ্দিন রিক্তা এবং এস এ শাহীন মল্লিক।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সভায় চীনে বসবাসরত বাংলাদেশি নাগরিক, বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত