ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

গণভোট উপেক্ষা করলে জাতীয় নির্বাচন সংকটে পড়বে: গোলাম পরওয়ার

২০২৫ নভেম্বর ০৭ ২১:১৪:২০

গণভোট উপেক্ষা করলে জাতীয় নির্বাচন সংকটে পড়বে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক:কোনো রাজনৈতিক দলের চাপে গণভোটের দাবিকে উপেক্ষা করা হলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বানও জানান।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় খুলনার ফুলতলা উপজেলার ৪ নম্বর ফুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে যুগ্নীপাশায় আয়োজিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে রাত সাড়ে ৭টায় আটরা-গিলাতলা ইউনিয়নের মশিয়ালী দক্ষিণপাড়ায় অনুষ্ঠিত আরেকটি সমাবেশেও তিনি একই দাবি পুনর্ব্যক্ত করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘নোট অব ডিসেন্ট’ শুধু বিএনপির নয়, অন্যান্য দলেরও রয়েছে। তাই জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে গণভোটের প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। এতে কোনো ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ যোগ করা যাবে না—এটাই এখন জনগণের দাবি।

তিনি আরও বলেন, রাজনৈতিক অচলাবস্থা নিরসনে পারস্পরিক আলোচনার প্রস্তাবকে জামায়াতে ইসলামী ইতিবাচকভাবে গ্রহণ করেছে। দলটি চায় সরকার মধ্যস্থতার ভূমিকা পালন করুক। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নিতে জামায়াত প্রস্তুত আছে বলে জানান তিনি। তবে এর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যাকারীদের বিচার এবং ফ্যাসিস্টদের দোসরদের বিচারের দাবি তুলে ধরেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তফসিল ঘোষণার আগে গণভোটের তফসিল ঘোষণা করা জরুরি। তিনি আরও যোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনে গৃহীত সংস্কারগুলোতে ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত করার দাবিকে তিনি অন্যায় ও অনুচিত বলে উল্লেখ করেন। তার মতে, জাতীয় স্বার্থে এসব বিতর্ক বাদ দিয়ে ‘নোট অব ডিসেন্ট’ ছাড়া গণভোটের প্রস্তুতি নিতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দ আবু জাফর এবং সঞ্চালনা করেন শেখ জিয়াউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি গাউসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ফুলতলা উপজেলা আমির মাওলানা আব্দুল আলীম মোল্লা, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আলী আকবর মোড়ল, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, ছাত্রশিবিরের খুলনা জেলা উত্তর এইচআরডি সম্পাদক হুসাইন আহম্মেদ, জেলা পাঠাগার সম্পাদক বোরহান হোসেন, ফুলতলা থানা সভাপতি আব্দুর রহীম, ইউনিয়ন আমির মাস্টার মফিজুল ইসলাম এবং ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আল আমীন প্রমুখ।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত